REFUND AND CANCELLATION POLICY
রিফান্ড পলিসি

আপনি যদি We Learn Admission care কোনো কোর্সে এনরোল করেন কিংবা ভর্তি হোন, তাহলে আপনার কোর্সের মূল লাইভ ক্লাস কিংবা ব্যাচ শুরু হওয়ার আগ পর্যন্ত আপনি কোর্স ফি (সম্পুর্ন কিংবা আংশিক) কোনো মতেই রিফান্ড চাইতে পারবেন না এবং আপনাকে রিফান্ড করা হবে না।

আপনার যদি কোর্সের মেইন লাইভ ক্লাস কিংবা ব্যাচ শুরু হয়ে যায়, তবে প্রথম মডিউল (কিংবা এক (১) সপ্তাহ) কমপ্লিট হওয়া পর্যন্ত আপনি কোনো রিফান্ড পাবেন না।

আপনার কোর্সের ১ টি মডিউল অথবা এক (১) সপ্তাহ কমপ্লিট হওয়ার পর শর্ত স্বাপেক্ষে আপনি রিফান্ড পাবেন।

এই রিফান্ড দাবি করার জন্য আপনি শুধুমাত্র ১ সপ্তাহ (৭ দিন) সময় পাবেন। এক সপ্তাহ (৭ দিন) শেষ হয়ে গেলে আর রিফান্ডের জন্য আবেদন করতে পারবেন না কিংবা We Learn Admission care আপনাকে রিফান্ড করবে না।

আপনি যদি প্রোমোকোড এপ্লাই না করে এনরোল করেন তাহলে প্রোমোকোড ডিসকাউন্ট সমপরিমান টাকা রিফান্ড চাইতে পারবেন না।

রিফান্ড চাওয়ার বা আবেদনের জন্য আমাদেরকে মেইল করুন – support@ostad.app

রিফান্ড পাওয়ার শর্তসমুহঃ

ওপরের শর্তসমুহসহ রিফান্ড পাওয়ার জন্য আরো শর্তাবলীঃ

রিফান্ড আবেদনের কতদিনের মধ্যে পাবেন?

আপনার আবেদন যাচাই বাছাই শেষে যদি সঠিক প্রতিয়মান হয় তবে আবেদনের ১৪-২১ দিনের মধ্যে আপনার টাকা রিফান্ড করে দেয়া হবে।